সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্তর এলাকায় অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভুমির মালিক, ব্যবসায়ীরা ন্যায্য মুল্যের দাবীতে সংবাদ সম্মেলন করেছে। ভুমির মালিক, ব্যবসায়ী স্বার্থরক্ষা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় হাটিকুমরুল হাজী ইমান আলী কমপ্লেক্স ৩য় তলায় কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবী আদায় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আ: রাজ্জাক উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত আকারে দাবীগুলো পেশ করেন। সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান,আমরা ভুমি মালিক ও ব্যবসায়ীয়া গভীর ষড়যন্ত্রের শিকার। বহুবার আবেদন করেও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করাতে পারি নাই। আমাদের ন্যায্য অধিকার আদায়ে আগামীতে বিক্ষোভ সমাবেশ সহ কঠোর অবস্থানে যাব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,আবুল কালাম, শিক্ষক নুরুল হুদা, আলহাজ শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান সহ জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
ভুমি অধিগ্রহনে ন্যায্য মুল্য না পেয়ে হাটিকুমরুলে সাংবাদিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২