বরিশালের আগৈলঝাড়ায় ১লাখ ৫ হাজার মিটার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে তা পুরিয়ে বিনস্ট করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরে উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বাগধা ইউনিয়নের বাগধা, আস্কর, খাজুরিয়া খালও উন্মুক্ত জলাশয়ে (বিল) অভিযান চালিয়ে ১লাখ ৫হাজার মিটার অবৈধ চায়না কারেন্ট জাল জব্দ করেছে সিনিয়র মৎস্য অফিসার মোহম্মদ আলম।
পরে ওই দিন দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ চত্তরে পুরিয়ে বিনস্ট করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় ১লাখ ৫হাজার মিটার জাল জব্দ, পুরিয়ে বিনস্ট
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২