সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ গ্রামের আমির হোসেনের পুত্র আবুল হাশেম (৩৫)। ঘটনাটি ঘটেছে, আজ রবিবার সকাল ৮ টায় ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার নলকা ব্রীজে। ৫ নং ওয়ার্ডের মেম্বর আ: রাজ্জাক সহ প্রত্যক্ষদর্শীরা জানান,প্রতিদিনের মতই সকালে আলোকদিয়া এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে উল্লেখিত সময়ে সাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এমন সময় নলকা নতুন ব্রীজের পশ্চিম মাথায় উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। মুমুর্ষ অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান,ভোর বেলা সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পরিবারের লোকেরা তাকে নিয়ে চলে গেছেন।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ আগস্ট, ২০২২