শনিবার , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বরিশালে র‌্যাবের পৃথক অভিযানে ৭৮৩ বোতল ফেন্সিডিল, ৯১ কেজি গাঁজা ৭হাজার ৬শ ৮০ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২০

রুবিনা আজাদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের র‌্যাবের পৃথক অভিযানে ৭৮৩ বোতল ফেন্সিডিল, ৯ কেজি গাঁজা ও ৭হাজার ৬শ ৮০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার।
র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা বুধবার বিকেলে বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

সূত্র মতে, মাদক ব্যবসায়রা ফেন্সিডিল সরবরাহ করার জন্য পিকআপে করে বাকেরগঞ্জ এলাকা হতে বরিশাল শহরের দিকে আসছে এসমন খবরে র‌্যাব রুপাতলী গোলচত্ত¡র সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের উপর চেকপোষ্ট বসায়। চেকপোষ্টে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে বললে চালক সংকেত পেয়ে গাড়ী থামিয়ে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সরা ঘেরাও করে দুই জনকে আটক করে। আটককৃতরা হলো বরিশালের উজিরপুর থানার চাঙ্গুরিয়া গ্রামের মৃত খাদেম আলী ফকিরএর ছেলে মোঃ সিরাজুল ইসলাম ফকির (৪৮) ও বাকেরগঞ্জ থানার হলতা চরাদি গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মোঃ লিটন হাওলাদার (৪২)।

আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৭৮৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনকারী পিকআপ জব্দ করে র‌্যাব।


অন্যদিকে বুধবার সকালে র‌্যাবের পৃথক অভিযানে জেলার উজিরপুর থানান গুটিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া সাকিনস্থ মোঃ হুমায়ুন কবির এর বশত বাড়ীর মধ্য অবৈধ মাদক জাতীয় দ্রব্য মজুদের সংবাদে ্যাব সদস্যরা অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উজিরপুর থানার পশ্চিম ডহরপাড়া গ্রামের মো. হুমায়ুন কবীরের স্ত্রী ফাতেমা আক্তার (৩৫)কে আটক করে। ফাতেমার দেয়া স্বীকারোক্তি অনুযায়ি তার বাড়ির মধ্য থেকে ৯১ কেজি গাঁজা এবং ৭হাজার ৬শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাতেমা জানিয়েছে তারা যোগসাযোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজার চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় এবং বরিশাল জেলার উজিরপুর থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ