পাবনার আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ” ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় মাতৃ মন্দির থেকে বের হয়ে আটঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মাতৃমন্দির প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও কাউন্সিল শ্রী নিরোদ কর্মকার নিরুর সভাপতিত্ব এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন,
আটঘরিয়া থানার তদন্ত কর্মকর্তা ওসি হাসান বশির, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী নিখিল কুমার সাহা, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মুকুল প্রমুখ।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, বঙ্গবন্ধু পুরস্কার প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক শ্রী অর্পন বানিয়াত,
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নরেশ সরকার, পৌর কমিটির সহ-সভাপতি রনজিত সরকার, কার্তিক সরকার, মন্দিরের সহ-সভাপতি গৌতম সাহা, সুনিল মাষ্টার, লংক কুমার সহ অনেকেই জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।