পাবনার ভাঙ্গুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে পৌর সদরের কালিবাড়ী মন্দির চত্বরে আলোচনা সভা ও আলোচনা অন্তে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া শাখার সভাপতি ও সাবেক ব্যাংকার শ্রী মলয় কুমার দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেেেব উপস্থিত থেকে বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ভাঙ্গুড়া শাখার সভাপতি শ্রী ভবৈশ কুমার দে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার , সহসভাপতি সমর কুমার গুন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সূত্রধর, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার রায়,সাধারণ সম্পাদক রণজিত কুমার হলদার, সাবেক ব্যংকার বিমল কুমার , উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল হাসান বিপ্লব, বিভিন্ন ইউনিয়নের সোনাতন ধর্মালম্বীরা, সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজ কুমার দত্ত।
আলোচানান্তে কালিবাড়ি থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভায়াত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাধ বিতরণ করা হয়।