বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাঁথিয়া পুরান ধুলাঊড়ি গ্রামের মুরহুম ডাঃআউব আলী ইন্তেকালে এলাকাবাসীর স্মৃতি চারন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
জাতীয় শোকের সাথে নিজেকে  চিরস্মরণীয় করে রাখল বড্ড অভিমানী পরিবারের বড় সন্তান  সকলের আদরের নয়ন মনি আমার প্রিয় বড় ভাই ডাঃ আইয়ুব আলী।
সুন্দর এই ভুবনের সকল সৌন্দর্য প্রিয়জনদের আদর, ভালোবাসা, মায়া, মমতা সব কিছুকে বিসর্জন দিয়ে তুমি অভিমান করে অকালে চলে গেলে পরকালে। এই পৃথিবীর কোন মোহই তোমাকে রোধ করতে পারেনি।এই ব্যর্থতা আমাদের। আমরা কিছুই করতে পারলাম না। আজ কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোমাকে কোনদিন বুঝতে পারলাম না, অনুভব করতে পারলাম না, তোমার ভেতরের চাপা দুঃখ কষ্ট বেদনা। নিষ্ঠুর এই পৃথিবীতে আমরা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখেছি এই পৃথিবীতে স্বর্গ রচনা করার জন্য যেসব  উপকরণ দরকার   সবই তো তোমার ছিল শুধু ভিতরে তোমার মত করে না পাওয়ার যন্ত্রনা, হাহাকারে তপ্ত রোদে ফেটে যাওয়া হৃদয় আমরা বুঝতে পারিনি। তাই তুমি এই অপরাধে প্রিয়জনদের  আজীবন শাস্তি স্বরূপ তিলে তিলে নিষ্পেষিত করতেই তুমি সিদ্ধান্ত নিলে সবার কাছ থেকে দূরে সরে যাওয়া।তুমি হয়তো কিছু সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে পরপারে চলে গেছো কিন্তু প্রীয়জন যারা বেঁচে আছে তোমার স্মৃতি বহন করবে আমরন  দুর্বিসহ যন্ত্রনা নিয়ে।  প্রিয়জন হারানোর ব্যথা কতটা দুঃখের, কতটা কষ্টের যে হারায় সেই বোঝে, জীবনের শেষ দিন পর্যন্ত দুচোখের সুনামিতে সেই দুঃখ কষ্ট শেষ হয় না। হয়তো কষ্টের কিছুটা কম বেশি হয় বাস্তবতার চাপে, কিন্তু যখন মনে হয় তখন সোনামির চেয়েও বেশি প্লাবিত হয় দুচোখ সেই প্লাবনে ভেসে যায়।মনের ভিতর দুর্বিষহ বেদনার ঝড় মুহূর্তেই সবকিছু লন্ডভন্ড করে যায়। খর কুটার মত উড়তে থাকে অবশিষ্ট সুখগুলো।বিষাদিত করে দেয় সময়, জীবন,বাঁধভাঙ্গা কান্নায় ভাসিয়ে নয়ন। কিছুতেই যেন কান্না আটকানো যায় না। এভাবে স্মৃতিকে বহন করে চলতে হবে আজীবন।মৃত্যু হবে এটাই স্বাভাবিক,শাশ্বত সত্য কিন্তু এই অস্বাভাবিক মৃত্যু আমরা কামনা করিনা।আমি এসব মৃত্যুকে এককভাবে দায়ী করিনা, আমরা যারা কাছের মানুষ, সমাজ,  রাষ্ট্র, প্রত্যেককেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। পরিশেষে আমি মহান আল্লাহতালার কাছে তার ভুলত্রুটি ক্ষমা চেয়ে প্রার্থনা করছি। হে আল্লাহ! তুমি তাকে মাফ করে বেহেশত নসিব করুন। আমিন।
স্মৃতি সংরক্ষণে কিছু ছবি পোস্ট করলাম  ক্ষমা মার্জনীয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।