অনেক হয়েছে মান অভিমান এবার একটু শোনো,
ছোট ছেলে খাইনি কো ভাত সেই খবর কি জানো।।
বড় ছেলের কলেজ বেতন দিতে হবে আজ,
সকাল থেকে করছি রান্না ফেলে সকল কাজ।।
তেলের বোতল রেখেছো কোথায়, এবার একটু বলো,
লবণ মরিচ হাতের কাছে মুখটা একটু খোলো।।
তেল ছাড়া কি হয় গো রান্না এত, কিপটে কেন তুমি,
সকল কিছুই হাতের কাছে নেই ,তেলের বোতল খানি।।
আমার ছাড়া থেকো না তুমি আর কোনদিন দূরে,
কথা দিচ্ছি এখন তোমায় রাখবো অন্তর জুড়ে।
শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি
অভিমান; কবি ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২