গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে। যার বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কেএম শাফিউল কিঞ্জল জানান, পজলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে সোমবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা থেকে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জেলি পুশকৃত ১৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এসময় বাসে জেলি পুশকৃত চিংড়ির মালিককে খুঁজে না পাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার সকালে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বরিশালে জেলি পুশকৃত চিংড়ি জব্দ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২