সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে গতকাল সোমবার (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কালো ব্যাচ ধারণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,স্থানীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,শোক রেলী,আলোচনা সভা,দোয়া-মিলাদ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ, কাঙালী ভোজসহ পৃথক পৃথক কর্মসুচী পালন করা হয়। সলঙ্গা থানা সদরে এ উপলক্ষ্যে সলঙ্গা থানা আওয়ামী লীগ,সহযোগী অঙ্গ সংগঠন,সলঙ্গা থানা প্রশাসন, সলঙ্গা ডিগ্রী কলেজ, সলঙ্গা মহিলা কলেজ, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল,আদর্শ ইসলামী কেজি স্কুল,শাহিন কোচিং সেন্টার,শাহীন ক্যাডেট স্কুল, ভিআইপি মডেল স্কুল, জাফর আলী একাডেমী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ দিবসে পৃথক পৃথক কর্মসুচী পালন করেন। থানা সদরে সরকারি,বেসরকারি, আধাসরকারি,শায়ত্বশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক,বীমা, এনজিও সংগঠন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। বিকেলে সলঙ্গা থানা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে থানা আ’লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা সভা,দোয়া, কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়। থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। এ ছাড়াও থানার জি,আর ডিগ্রী কলেজ, ফুলজোড় ডিগ্রী কলেজ, মুরাদপুর ফাজিল মাদ্রাসা,বিভিন্ন উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক,উপ- স্বাস্থ্যকেন্দ্র,তহশীল অফিস যথাযথ ভাবে বিনম্র শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন করেন।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২