যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন সহ শোক র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন, চাটমোহর পৌরসভা, থানা পুলিশ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রিারের কার্যালয়, পরিবার পরিকল্পনা দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার, পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি অফিসার এ এ মাসুমবিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন দপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুব ও যুব নারীর মাঝে বিভিন্ন খাতে ৯ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২