বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে সাংবাদিক আব্দুল বাছিত খান এর উপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ আগস্ট, ২০২২
কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে
সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে ও হামলার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জ উপজেলা চৌমোহনা ময়না চত্তরে’
সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে এক প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ আগষ্ট দুপুরে। সাপ্তাহিক কমলগঞ্জের প্রকাশক ও
সম্পাদক ও কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক
সাজিদুর রহমান সাজু ও মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,
সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক ইসমাইল মাহমুদ,  সাংবাদিক
নুরুল মোহাইমিন মিল্টন, সাবেক সভাপতি কমলগঞ্জ প্রেসক্লাব এম এ ওয়াহিদ
রুলু, সাবেক সাধারন সম্পাদক শাহিন আহমদ, প্রনীত রঞ্জন দেবনাথ, মৌলভীবাজার
অনলাইন প্রেসক্লাব এর সদস্য সচিব মশাহিদ আহমদ, জুড়ি প্রেসক্লাবের সাধারন
সম্পাদক সাইফুল ইসলাম ও জুড়ি রিপোর্টারস ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম,
সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুসেফ আলী চৌধুরী নির্মল এস পলাশ প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাসরিন প্রিয়া ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সদস্য সাংবাদিক কিবরিয়া আহমেদ।

সভায় বক্তারা বলেন, আব্দুল বাছিত খান একজন নিরিহ প্রকৃতির লোক। সে প্রায়ই
সমাজের নানা সমস্যা, অনিয়ম ও দ‚র্ণীতি তুলে ধরে সংবাদ পরিবেশন করছিল।
তাছাড়া তার স্বজনদের সাথে জমি নিয়ে ইউপি সদস্য ওয়াতির আলীর বিরোধে মামলা
হলে মামলায় ওয়াতির আলী গ্রেফতার হয়ে কারাভোগ করে। এসব নিয়েও সাংবাদিক
আব্দুল বাঁিছত সংবাদ পরিবেশন করে। তার এ কাজের জন্য একটি মহল পেশাদার
খুনি ভাড়া করে শনিবার প্রকাশে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে উভাহাটা
এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে অপর মোটরসাইকেলে হেলমেট পরা ৩জন
সন্ত্রাসী দা ও চাপাতি দিয়ে এলোপাতারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। প্রশাসন ও
পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিকরা জোর দাবি জানান, অবিলম্বে ম‚ল
পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তম‚লক শাস্তি দিতে
হবে। অন্যতায় কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার সাংবাদিকরা বড় ধরনের আন্দোলন
শুরু করবেন বলে জানান। উল্লেখ্য- গত ১৩ আগষ্ট উপজেলার উবাহাটা নামক
স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক বাছিতকে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ
থেকে প্রায় বিচ্ছিন্ন । কাঁদে ও পায়ে, তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন।
উপজেলা হাসপাতাল, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও তার অবস্থার
অবনতি হওয়ায় ঐদিন  সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া
হয়। আজ দুপুরে তার একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়। প্রাপ্ত
সুত্রমতে শনিবার রাতে ও ভোরে কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহম‚লকভাবে ৪ জনকে
আটক করে, পরে দুইজনকে ৫৪ ধারা দেখিয়ে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠান ও
দুইজনকে ছেড়ে দেওয়া হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়ারদৌস
হাসান বলেন- ঘটনার পর থেকে পুলিশের বিভিন্ন বিভাগ সরেজমিন তদন্তসহ
আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে। এমনকি পুলিশ সদর দপ্তরও আসামীদের
অবস্থান নির্নয় করলে উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করছে। তাছাড়া
সরকারের অন্যান্য বিভাগও মাঠে কাজ করছে। তিনি আরও বলেন, আক্রান্ত
সাংবাদিকের স্ত্রী ও পরিজনরা তার সাথে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল
কলেজ হাসপাতালে অবস্থান করছেন বলে থানায় এখনও কোন মামলা হয়নি। তারপরও
পুলিশ তদন্তক্রমে আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা করছে। তারা আশাবাদি
আগামী ২৪ ঘন্টার মধ্যে ম‚ল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করতে
পারবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।