রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে দুই ছাত্রদল নেতার বাড়িতে হামলা ভাঙচুর

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বরিশালের গৌরনদীতে শুক্রবার দিবাগত রাতে দুই ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাঙচুর ও এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক এইচএম রাসেল অভিযোগ করে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল মহড়া নিয়ে আমার শাওড়া গ্রামের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় আমাকে ঘরের মধ্যে খুঁজতে থাকে। তারা আমাকে না পেয়ে হামলা চালিয়ে আমার বসতঘর ভাঙচুর করে বাড়িতে থাকা নারী-পুরুষদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফ মোঃ জসিম অভিযোগ করে বলেন, একইদিন রাতে ছাত্রলীগ ও যুবলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আমার শাওড়াস্থ বাড়ির ঘরে ঢুকে ঘর ও দরজা পিটিয়ে ভাঙচুর করেছে। অপরদিকে একইদিন রাতে নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহেল মোল্লাকে মারধর করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযোগের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে হামলা ও ভাঙচুরের কথা শুনেছি। হামলার সাথে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কোন সম্পৃক্ততা নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।