তেলের দাম বাড়ছে ভাই
বাইক নিবে না জামাই
লাগবে বাইসাইকেল,
বৌয়ের কাছে চাই না কিছু
যদি আসো আমার পিছু
চাইবো তখন তেল।
বিয়া করে করবো কি?
লাগবে আরও কত কি?
এখন না হয় থাক!
বিয়া এতো সহজ না
আগে কেন করলাম না
কয়েকটা দিন যাক।
পানির দরে বৌও চাই
তেলের দরে যৌতুক,
তা না হলে করবো না
বিয়াটা অহেতুক।