সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত যুবক নুর নবী (৩৩) সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ মধ্যপাড়া মৃত শফিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১২ আগষ্ট) আনুমানিক ভোর রাতে।
০৬ নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবক নুরনবী রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বাড়ির পাশের ভিটায় জিগা গাছের সাথে রশি লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
পারিবারিক সুত্রে জানা যায়, নুরনবী দীর্ঘদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।
অপর দিকে একই থানার ঘুড়কা ইউপির ইচলাদিগর গ্রামে হিরো ব্রিকস নামে একটি ইট ভাটা থেকে এক মাছ ব্যাবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত প্রসন্ন হাওলাদার(৪৫) ভুঁইয়াগাতী ইচলা দিগর গ্রামের প্রকাশ হাওলাদারের ছেলে।
পারিবারিক বিরোধের জেরে হত্যা হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।