শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণপরিবহনে সাড়ে ৫ বছরে ধর্ষণ ৩৫৭ এবং হত্যা ২৭

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ আগস্ট, ২০২২

২০১৭-২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত গণপরিবহন-অন্যান্য বাহন এবং বাসস্ট্যান্ড-ট্রেন স্টেশনে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৬০১ টি, ধর্ষণ ৩৫৭ এবং খুনের শিকার হয়েছেন ২৭ জন। ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ শ্লোগান নিয়ে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড ২০০৭ থেকে কাজ করে যাওয়ার ধারাবাহিকতায় দেশে সচেতনতা তৈরির পাশাপাশি স্বেচ্ছাসেবায় নিয়োজিত রয়েছে।

বাংলাদেশের ৩১ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা প্রতিবেদনে আরো উল্লেখ করেন, বাসস্ট্যান্ডগুলো স্বাস্থ্য সম্মত ও নিরাপদ না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির কুরুচিপূর্ণ মানুষ নারীদের পোশাক-আশাক-চাল-চলন নিয়ে যেমন বিভিন্নভাবে কটুক্তি করে, তেমনি নির্যাতন-নিপীড়ন করতেও পিছপা হয় না। পিছিয়ে নেই ট্রেন, লঞ্চঘাট বা বিমান বন্দরও। বোরকা পরিহীত নারীরাই সবচেয়ে বেশি যৌন নির্যাতন-নিপীড়নের শিকার হন বলে সেভ দ্য রোড-এর এক জরিপে দেখা যায়। প্রতি ১০০ জন নারীর মধ্যে নিপীড়নের শিকার হন ৯৯ জন। তাদের মধ্যে বোরকা বা হিযাব পরিহিত নারীর সংখ্যা ৬৭ এবং অন্যান্য পোশাক পরিহিত নারীর সংখ্যা ৩২। এর নেপথ্য কারণ পুরুষদের হীন মানষিকতা, লেবাসধারী হলেও ধর্মীয় অনুশাসন না মানা এবং বিচারহীনতার সংস্কৃতিই এর জন্য দায়ি বলে মনে করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, আইয়ুব রানার তত্বাবধায়নে এক প্রতিবেদনে উঠে এসেছে- গত ৫ বছর ৭ মাসে গণপরিবহণ ও বাস স্ট্যান্ডে নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে ৩৩১৪ টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ২১৭ এবং হত্যাকান্ডর শিকার হয়েছে ১৬ জন; ট্রেন স্টেশন, ট্রেন লঞ্চঘাট ও লঞ্চে ২২৯ জন নারী নির্যাতিত হয়েছেন, ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯ টি এবং হত্যার শিকার হয়েছেন ৭ জন এবং প্রাইভেট কার-মাইক্রোবাস বা বাইকে ঘটেছে ৮৪১ টি নির্যাতনের ঘটনা, ধর্ষিত হয়েছেন ৩৩৭ জন এবং হত্যার শিকার হয়েছেন ৪ জন।

গণপরিবহনে-বাসস্ট্যান্ড-ট্রেন স্টেশনসহ বিভিন্ন পথে নির্যাতন-নিপীড়ন-ধর্ষণ-খুন বন্ধের লক্ষ্যে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি ৩ টি সুপারিশ করা হয়েছে- ১. রাষ্ট্রিয়ভাবে নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনে সকল শ্রেণি পেশার মানুষকে উদ্ভুদ্ধ করতে ‘নারী প্রতি সম্মান’ শীর্ষক সচেতনতা তৈরি করা; সেখানে ধর্মীয় অনুশাসন, নীতি-আদর্শ-সভ্যতার আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরতে হবে এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং প্রথম শ্রেণি থেকে ¯œাতকোত্তর শ্রেণির পাঠ্যবইতে সংযুক্ত করতে হবে। ২. মালিক-চালক- হেলপার-সুপারভাইজারসহ সংশ্লিষ্টদেরকে অবশ্যই যাত্রীদের প্রতি আচরণ প্রশিক্ষণ এবং অসদাচরণ করলে শাস্তির ঘোষণা দিতে হবে। ৩. প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন, সকল সড়ক-মহাসড়ক- সেতুকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।

২০১৭-২০২২ সালের ৭ আগস্ট পর্যন্ত গণপরিবহন-অন্যান্য বাহন এবং বাসস্ট্যান্ড-ট্রেন স্টেশনে নারী নির্যাতন-নিপীড়ন-ধর্ষণ ও খুন

তারিখ বাসস্ট্যান্ড/গণপরিবহনে
নির্যাতন/ধর্ষণ/হত্যা প্রাইভেটকার/মাইক্রো/বাইক থেকে নামিয়ে নির্যাতন/ধর্ষণ/হত্যা ট্রেন স্টেশন/ ট্রেন/লঞ্চঘাট/লঞ্চ
নামিয়ে নির্যাতন/ধর্ষণ

জানুয়ারি ২০১৭ ৩৩/২//১ ১০/৩/- ১৭//-
ফেব্রুয়ারি ২০১৭ ৬১/-/- ১৮/২/- ১২/২/১
মার্চ ২০১৭ ৩৪/২/- ১৩/১/- ৭/-/১
এপ্রিল ২০১৭ ৬৭/১/- ১৪/১/- ২/-/
মে ২০১৭ ৪৪/২/- ১০/১/১ ৯/১/
জুন ২০১৭ ৪১/২/- ১২/০২/- ১/-/
জুলাই ২০১৭ ৫৫/৪/- ১৮/৩/- ১/৩/
আগস্ট ২০১৭ ৮১/১/১ ৭/২/- ৯/-/
সেপ্টেম্বর ২০১৭ ৫৪/-/- ১০/৩৫/- ১/-/
অক্টোবর ২০১৭ ২৯/১/- ১২/৩/- ৬/-
নভেম্বর ২০১৭ ৭২/১/- ১৪/১/- ৪/-
ডিসেম্বর ২০১৭ ৪৭/-/- ১৯/১/- ১/-
জানুয়ারি ২০১৮ ৬১/-/- ১১/১/- ৩/-
ফেব্রুয়ারি ২০১৮ ৭৭/২/- ১৮/১/- ২/-
মার্চ ২০১৮ ৪৯/৫/১ ১৩/৪/- ১/-
এপ্রিল ২০১৮ ৩৮/১/১ ১৪/১/১ ২/-
মে ২০১৮ ৩১/২/- ১০/২/- ২/৫/১
জুন ২০১৮ ৫৫/৪/- ১৪/০২/- ৭/-
জুলাই ২০১৮ ৬৭/৯/- ১১/৩/- ৮/-
আগস্ট ২০১৮ ৫২/৫/১ ১৭/২/- ১/-
সেপ্টেম্বর ২০১৮ ৬৬/৭/- ১০/১/- ৪/-
অক্টোবর ২০১৮ ৫৩/২/- ১২/১/- ৬/১/১
নভেম্বর ২০১৮ ৪৫/৬/২ ৭/২/- ৪/-
ডিসেম্বর ২০১৮ ৪২/৯/২ ৯/২/- ৭/-
জানুয়ারি ২০১৯ ৪৪/৮//- ১১/১/- ৪/-
ফেব্রুয়ারি ২০১৯ ২৭/২/- ১৮/২১/- ২/-
মার্চ ২০১৯ ৩৪/৮/১ ৯/৪/- ১/-
এপ্রিল ২০১৯ ৫৩/২/- ৪/১/- ৮/২/১
মে ২০১৯ ৯৯/৪/- ১০/১/- ৯/-
জুন ২০১৯ ৭৫/২/- ৮/০২/- ৭/-
জুলাই ২০১৯ ৫১/৯/- ১১/২/- ৩/-
আগস্ট ২০১৯ ৪৮/৬/- ১৭/২/- ৬/-
সেপ্টেম্বর ২০১৯ ৬০/৭/১ ১০/৩/- ৭/-
অক্টোবর ২০১৯ ৩২/২/- ১২/২/- ৬/২
নভেম্বর ২০১৯ ৪০/৬/- ১৪/৩/- ৪/-
ডিসেম্বর ২০১৯ ৩৯/৮/- ১৯/২/- ১/২
জানুয়ারি ২০২০ ৮৪/২//- ১১/২/- ৪/-
ফেব্রুয়ারি ২০২০ ৭৩/২/- ১৬/১/- ২/২
মার্চ ২০২০ ৯৪/৩/- ১৫/৪/- ১০/-
এপ্রিল ২০২০ -/-/- ১৯/১/- ২/১
মে ২০২০ -/-/- ১১/২/- ১/-
জুন ২০২০ -/-/- ৪/০১/- ৫/-
জুলাই ২০২০ -/-/- ১১/২/- ৩/-
আগস্ট ২০২০ -/-/- ১৭/১/- ৫/২/১
সেপ্টেম্বর ২০২০ ২০/-/- ১০/৪/- ২/-
অক্টোবর ২০২০ ২১/-/- ১২/৬/- ৬/-
নভেম্বর ২০২০ ৩৩/২/- ১২/৩/- ৪/-
ডিসেম্বর ২০২০ ৮/৮/- ১৯/১/- ৭/১
জানুয়ারি ২০২১ ৬১/২//- ৯/৩/- ৬/-
ফেব্রুয়ারি ২০২১ ৪৯/১/১ ৮/১/- ৮/-
মার্চ ২০২১ ৬৯/৮/- ১৩/৪/- ১০/১
এপ্রিল ২০২১ ৪৩/২/১ ১৪/৭/- ১২/-
মে ২০২১ ২৯/৪/- ১০/৬/- ৩/-
জুন ২০২১ ২৫/২/- ১৪/৭/- ৭/-
জুলাই ২০২১ ৩১/৪/- ১১/৪/- ৩/২/১
আগস্ট ২০২১ ৫৯/৬/- ১৭/৮/- ৫/-
সেপ্টেম্বর ২০২১ ৫৪/২/- ১০/৫/- ১/-
অক্টোবর ২০২১ ৮১/২/১ ১২/৩/- ১/২
নভেম্বর ২০২১ ৭৬/৫/১ ১৪/১/১ ২/-
ডিসেম্বর ২০২১ ৫৮/৮/- ৯/৩/- ১/-
জানুয়ারি ২০২২ ৬২/২//- ২১/৪/- ৪/১
ফেব্রুয়ারি ২০২২ ৫৬/২/১ ১৮/২/- ৫/-
মার্চ ২০২২ ৭৫/৪/- ১১/১/- ১০/২/
এপ্রিল ২০২২ ৯১/৩/২ ১২/১০/- ২/-
মে ২০২২ ৪৭/৪/- ১০/১/১ ৯/২/
জুন ২০২২ ৫৩/৩/১ ১৪/০২/- ৭/-
জুলাই-
৭ আগস্ট ২০২২ পর্যন্ত ৪২/৪/১ ১১/৩/- ৮/-

মোট ৩৩১৪/২১৭/১৬ ৮৪১/১১১/৪ ২২৯/২৯/৭

শান্তা ফারজানা
মহাসচিব, সেভ দ্য রোড
০১৭১২৭৪০০১৫
০১৭৯১৪০৭০৪৭

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।