সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাবিখা প্রকল্পের মাধ্যমে সয়বাড়ীয় গ্রামে একটি ব্রিজের মুখ বন্ধ করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।
উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের পুকুরপাড়,ভেটুয়াকান্দি,পূর্নিমাগাঁতী,মাগুড়া ডাঙ্গা,বেতুয়া ছয়বাড়িয়া সহ প্রায় ৫ গ্রামের ফসলী জমির পানি নিষ্কাশনের জন্য বহু পূর্ব হতে থাকা একটি ব্রীজের মুখ বন্ধ করে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মান করছে স্থানীয় ইউপি সদস্য আবু মুছা সরকার। এতে করে মাটি দিয়ে ব্রীজের মুখ বন্ধ করায় ৫০০ থেকে ৬০০ একর ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমির ফসল জালবন্ধতা হওয়ার কারনে ভুক্তভোগী ৮৯ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
এ বিষয়ে জলাবন্ধতা জমির মালিক মাগুড়াডাঙ্গা গ্রামের কৃষক হয়রত আলী বলেন, এই এলাকার পূর্নিমাগাতী,পুকুরপাড়, ভেটুয়াকান্দি,বেতুয়া ছয়বাড়িয়া,মাগুড়া ডাঙ্গা সহ আশেপাশে গ্রামের প্রায় ৬০০ একর জমি রয়েছে। ব্রীজের মুখ বন্ধ হওয়ায় এ সব অঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্তমানে পানি জমে থাকায় সব ধরনের ফসল ফলানো ব্যাহত হচ্ছে। বিশেষ করে এসব এলাকায় যদি ফসল ফলানো না যায় তাহলে এসব এলাকার কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিবে।
কৃষক জহুরুল ইসলাম বলেন,এই রাস্তা নির্মাণ করার ফলে গত বোর মৌসুমে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। অল্প বৃষ্টিতেই জমির ধান তলিয়ে গিয়েছিল। কোমর পানিতে নেমে আমাদের ধান কাটতে হয়েছে। এতে করে আমাদের উৎপাদন ঘরচ বেড়ে গিয়েছিল। বর্তমানে এখনো এসব জমিতে কোমর পানিয়ে তলিয়ে আছে। তাই এসব জমির পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবু মুছা তালুকদার ব্রিজের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণের কথা স্বীকার করে বলেন, বিগত ৬ থেকে ৭ মাস আগে টি আর প্রকল্পের মাধ্যমে ব্রীজ থেকে ১০০ গজ দূরে সরকারি রাস্তা নির্মান করা হয়েছে। ব্রীজের মুখ বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাস্তার কাজ করায় ব্রীজের মুখ বন্ধ হয়েছে তবে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত সমাধান করার তাগিদ দিয়েছেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বলেন,পূর্নিমাগাতী ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের রাস্তা নির্মানের ফলে জালবন্ধতা সৃষ্টি হয়েছে এবিষয়ে জানতে পেরেছি। তবে এটা সমাধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়ায় ব্রীজের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবন্ধতায় পড়ে আছে ৬শ একর জমি
প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ আগস্ট, ২০২২