১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে সন্ধায় এই তথ্য দেন র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়। আটককৃতরা হলেন সাঁথিয়া বোয়ালমারী রোমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চানদু ইসলামের ছেলে লিটন ইসলাম(৩২)। ১০টি ওয়ান শুটারগানসহ আসামী বিপ্লব ও লিটন জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, বিপ্লব ও লিটন বোয়ালমারী বাজারস্থ ওয়ার্কশপসহে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করেছে এবং এই অংশগুলো পরে গভীর রাতে বোয়ালমারী সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করেছে। আমরা তাদের নিয়ে সেসব জায়গায় গিয়েছি এবং অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করেছি। তারা র্দীঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশীও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাঁথিয়ায় ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ আগস্ট, ২০২২