নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার যোগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আড়াই বছর বয়সী শিশু আদিল ওই গ্রামের আলেপ হোসেনের ছেলে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। পরিবারের বরাতে তিনি জানান, ‘বাড়ির মধ্যে খেলছিল শিশু আদিল। একপর্যায়ে বারান্দায় চার্জে দেয়া অটো ভ্যানের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে পরিবারের লোকজন তাকে বাগাতিপাড়া ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিলকে মৃত ঘোষণা করেন।
সোমবার , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই রজব, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ আগস্ট, ২০২২