নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পৃথক মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩ জনকে মাদক মামলায়, গ্রেফতারী পরোয়ানায় ২ জন এবং নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের আজিদুল ইসলাম (৫২) ও তার স্ত্রী আরজিনা বিবি (৪৭) কে গ্রেফতারীপরোয়ানার ভিত্তিতে, শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওন হোসেন (২২), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশিক আলী (২১) ও শাহাগোলা গ্রামের মৃত মোবারকের ছেলে সাজু খামারু (৪৪) কে মাদক মামলায় এবং বড়াইকুড়ি গ্রামের আসেক আলীর ছেলে ইসাহাক (৪০) ও রেজাউল (৩২) কে মারামারি মামলায় গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে স্বস্ব এলাকা থেকে এসব আসামি গ্রেফতার তরা হয়। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আত্রাইয়ে পৃথক মামলায় ৭ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২