পাবনার চাটমোহর উপজেলায় পার্শ্বডাঙ্গা ইদিলপুর ডেংগাগাঁও সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী।
এলাকাবাসীর মৌখিক অভিযোগ ও সরজমিনে জানাযায়, ২০২০-২০২১ অর্থ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রায় ২১ কোটি টাকা মূল্যে পার্শ্বডাঙ্গা ইদিলপুর ডেংগাগাঁও সাড়ে আট কিলোমিটার সড়ক পাবনা সড়ক বিভাগ ট্রেন্ডার প্রদান করেন। টিকাদার প্রতিষ্ঠান হিসেবে যশোরের এমডি, মঈনউদ্দীন (বাঁশী) লিমিটেড কাজের অনুমতি প্রাপ্ত হয়ে ১৮ ফেব্রুয়ারী ২০২১ থেকে কাজ শুরু করেন। কাজের সময় সিমা হিসেবে ১৪ মাস দেওয়া হলেও এখন প্রায় ১৮ মাসেও কাজ শেষ করতে পারেনি ঐ টিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে শোরগোল তুলেছে এলাকাবাসী। এছাড়ও উক্ত সড়কে কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে বলে এলাকাবাসী জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, সড়কে কাজের সময় সাববেজ কাজে প্রথম ধাপে ইটের খোয়ার চেয়ে বালির অনুপাত বেশি দেওয়া হয়েছে। পাথর বালির মিশ্রনেও দেওয়া হয়েছে বালির পরিমান বেশি, পাথরের গুনগত মান অভার সাইজ। এছাড়াও এলাকাবাসী আরো জানান যে, সড়কটি পিচ ও পাথর ঢালাই (কার্পেটিং) দেওয়ার সময় থিকনেস দেওয়া হয়েছে ৩০-৩৫ মিঃমিঃ। তারা আরো বলেন, গভীর রাত পর্যন্ত সড়কে পিচ ঢালাই করা হয়েছে, সেখানে সড়ক বিভাগের কোন অফিসার উপস্থিত থাকেননি। এখন পর্যন্ত স্লোপ প্রটেকশন গাইড, সড়ক নিরাপত্তা সাইন সিগন্যাল রোড় মাকিং সহ বিভিন্ন কাজ অসম্পন্ন রয়েছে। সরজমিনে সড়ক বিভাগের ওয়ার্ক এ্যাসিসটেন্ট সুমন আহমেদ কে পাওয়া যায়। তার নিকট সড়কের কাজের অবস্থা সম্পর্কে জানতে চাইলে সে সাংবাদিককে কড়া ভাষায় বলেন, সে কাজ সম্পর্কে কিছুই বলবে না। এ বিষয়ে পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর মোবাইলে ফোন দিলে সে ফোন রিসিভ করেননি।

বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহর পার্শ্বডাঙ্গা সড়কের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২