রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই, মাঠ থেকে শ্যালোমেশিন চুরি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২

নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর রাতে উপজেলার আত্রাই-পতিসর সড়কের ১২বিঘা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের হাঁস মুরগি ব্যবসায়ী সোহেল (৪৫) গতকাল ভোর সাড়ে ৪ টার দিকে হাঁস-মুরগি কেনার জন্য ওই সড়ক দিয়ে সাইকেলযোগে কালিগঞ্জ হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ১২বিঘার মোড় নামক স্থানে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী তার পথ রোধ করে তাকে মারপিট শুরু করে। এ সময় সোহেলের নিকট রক্ষিত ২৩ হাজার টাকা ও একটি মোবাইলসেট নিয়ে তারা সিএনজি যোগে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার শিকার ব্যবসায়ী সোহেল বলেন, বিষয়টি জানানোর জন্য আমি থানায় গিয়েছিলাম। ওসি না থাকায় সন্ধ্যায় আমাকে থানায় যেতে বলেছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, অফিসিয়াল কাজে আমি সারাদিন নওগাঁয় অবস্থান করছি। থানায় গিয়ে বিষয়টি জেনে জানানো যাকে কি ঘটনা।
এদিকে একই রাতে কাশিয়াবাড়ি মাঠ থেকে ৭ টি শ্যালোমেশিন চুরি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিয়াবাড়ি মাঠ থেকে জমিতে পানি সেচের জন্য স্থাপিত ৭ টি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। কাশিয়াবাড়ি গ্রামের জিয়ারুল, ইব্রাহীম ও রুবেলসহ মোট ৭ জনের ৭ টি শ্যালোমেশিন চুরি হওয়ায় এলাকাবাসি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।