বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা আক্রান্তে জাপান ও মৃত্যুতে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ জুলাই, ২০২২

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৩০৪ জন। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৫৯৭ এবং শনাক্তের সংখ্যা ৫৮ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৬৬৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। আর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ইউরোপের দেশ ইতালি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৩১ জুলাই) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ১১৬ জনের। এতে জাপানে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্ত হয়েছে যথাক্রমে ৩২ হাজার ২৮৬ এবং ১ কোটি ২১ লাখ ১৮ হাজার ১১২ জন।

যুক্তরাষ্ট্রে এ সময় মৃত্যু হয়েছে ২৮৬ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জন। ফলে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনার শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ এবং মৃত্যু ১০ লাখ ৫৫ হাজার ২০ জন।

গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইরান ও তাইওয়ান।

ব্রাজিলে গত একদিনে ২২৮ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৮১৬ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ১৪৪ জনের, আর শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৮১৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ৪৬৫ জন। এ সংখ্যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৭১৪ জন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।