দেশ রূপান্তর সম্পাদক, বরেণ্য সাংবাদিক অমিত হাবিব সংবাদযোদ্ধাদের প্রেরণা ছিলেন। তার কর্মময় জীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে ‘অমিত হাবিব গ্যালারী’ নামক একটি কর্ণার জাতীয় প্রেসক্লাবে স্থাপনের দাবি জানাচ্ছি। ২৯ জুলাই সন্ধ্যা ৬ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনলাইন প্রেস ইউনিটির শোক সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য সাজ্জাদ খোকন, সাদী আহমেদ, সাদিয়া আফরিন প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ বরেণ্য সংবাদযোদ্ধা অমিত হাবিবের জানাযায় অংশ নেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
অমিত হাবিব বাংলাদেশে সংবাদযোদ্ধাদের প্রেরণা ছিলেন – অনলাইন প্রেস ইউনিটি
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জুলাই, ২০২২