সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সভাপতি-সম্পাদকের উপস্থিতি ছাড়াই জল্পনা-কল্পনার মধ্য দিয়ে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে বহিষ্কিত নুরুল ইসলাম ঠাণ্ডুকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমানকে সম্পাদক করে নাম ঘোষণা করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে দু-দফা সংবাদ সম্মেলন করে উপজেলা আ’লীগ। প্রথমে দাবী জানান নৌকা বিরোধীদের বাদ দিয়ে সম্মেলন করতে হবে। এক্ষেত্রে স্থানীয় এমপি বকুল’কেউ সম্মেলনে রাখা যাবে না। এর পরের সংবাদ সম্মেলনে সভাপতি-সম্পাদক বলেন না জানিয়ে ব্যানারে তাদের নাম ব্যবহার করা হচ্ছে। এটা আইন বহির্ভূত তাই সম্মেলন বর্জন করছেন তারা। আর এ কাজের জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিচার আশা করেন তারা। দুদফা সংবাদ সম্মেলনের কথা কানে না তুলে উল্টো বহিষ্কিত সহ-সভাপতি ইউনূস আলী ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে দিয়ে সভাপতিত্ব-সঞ্চালণা করিয়ে কমিটি ঘোষণা করে জেলা ও কেন্দ্রীয় আ’লীগ নেতারা। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) তৃতীয় বারের মতো সংবাদ সম্মেলন করেন উপজেলা আ’লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন-সম্পাদক সেকেন্দার রহমানসহ নেতারা। তারা বলেন, এমপি বকুল ছাত্রদল করতেন। তার বাবা মুসলিম লীগ ও বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ছাত্রলীগে অনুপ্রবশকারী হয়ে দলকে এখন খন্ড-বিখন্ড করে নিশ্চিহ্ন করতে চাইছেন বলে দাবি করেন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে নৌকার প্রকাশ্য বিরোধিতাকারী বর্তমান ঘোষিত কমিটির সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডু, সহ-সভাপতি অধ্যাপক ইউনূস আলী, শরিফুল ইসলাম, আব্দুল ওয়াহাব, নবাব আলী, মৌলবাদী হিন্দু দীপক কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ ও রকিবুল ইসলামসহ সকলের ভিডিও ফুটেজ, ছবি, ব্যানার, ফেসটুন মাধ্যমে বিভিন্ন সময়ের কর্মকান্ড স্ব-চিত্র তুলে ধরে অধ্যাপক আবুল হোসেন বলেন, নৌকাকে ভ্যান্না কাঠের নৌকা বলে তাচ্ছিল্য করে এমপি বকুল। দলীয় প্রধানের নির্দেশ ও গঠনতন্ত্র অমান্য করা সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেকেন্দার রহমান বলেন, এমপি বকুল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজের ভাইকে দাঁড় করিয়ে নির্বাচিত করেছে, তাছাড়া ইউপি ও পৌরসভা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছে। তাছাড়া তার বাবা মুসলিম লীগ করতেন-তিনি ছাত্রদল করতেন সব প্রমাণ আমাদের কাছে আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নৌকা বিরোধীদের নিয়ে ঘোষিত কমিটি বাতিলসহ সকল দাবি গুলো সদয় বিবেচনার জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।