শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দুই দিনের ব্যবধানে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পাচ্ছে। নতুন দাম কাল শুক্রবার (২৯ জুলাই) থেকে সারাদেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি করেছিল তারা। তার আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

মূল্যবৃদ্ধি পাওয়ায় কাল শুক্রবার থেকে হল–মার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮১ হাজার ২৯৮ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ১৭১ টাকা। তবে রুপার দাম বৃদ্ধি করেনি জুয়েলার্স সমিতি।

দেশের বাজারে আজকে পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার, ১৮ ক্যারেট ৬৪ হাজার ২৬৯ ও সনাতন পদ্ধতির সোনা ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫৬৬, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, সোনার পাইকারি বাজার পুরান ঢাকার তাঁতীবাজারে প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে। আবার গত এক দিনেই আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলার বেড়েছে। অন্যদিকে দেশে টাকার বিপরীতে ডলারের দামও বাড়তি। সব মিলিয়ে দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ