বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সূর্য আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

সূর্য আইডিয়াল স্কুল স্থাপিত হয়েছে ২০০৭ খ্রিস্টাব্দে নাগরপুরের প্রাণকেন্দ্র দুয়াজানি গ্রামে। এ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তরুন প্রজন্মের অহংকার, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, তরুণ শিক্ষাবিদ জনাব মো: গোলাম মোস্তফা (গোলাম) এম এস এস- রাষ্ট্রবিজ্ঞান।
বিদ্যালয়টি নাগরপুর উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। নাগরপুর উপজেলার চারটি শাখা- দুয়জানি শাখা,কাঠুরি শাখা, কাশাদহ শাখা এবং খোরশেদ মার্কেট শাখায় একযোগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া কাঠুরি শাখায় ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় কোচিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সর্বশেষ করোনা মহামারীর পূর্বে সমাপনী পরীক্ষা এর ১০০% পাস এবং ১৬ জন এ প্লাস ও ৪জন বৃত্তি ২ জন ট্যালেন্টপুল ও ২জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তির বিশেষ রেকর্ড অর্জন করেছে সূর্য আইডিয়াল স্কুল। এছাড়া সহশিক্ষা কার্যক্রম মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবসে নাগরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে তে টানা ২৩ বার প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে যা অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান করতে পারেনি।
মহামারী করোনা প্রকোপ কাটিয়ে সকলকে সাথে নিয়ে পুরো উদ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সূর্য আইডিয়াল স্কুল। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় সূর্য আইডিয়াল স্কুল এর প্রধান কার্যালয় দুয়াজানি শাখায় ২য় সেমিস্টার পরীক্ষা ২০২২ এর ফলাফল এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তরুন প্রজন্মের অহংকার,নাগরপুর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম মোস্তফা (গোলাম) সহ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
এছাড়া সম্মানিত অভিভাবক অভিভাবিকা মন্ডলীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সূর্য আইডিয়াল স্কুল এর কোচিং শাখার সম্মানিত পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখা এবং নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সহ: সাধারণ সম্পাদক কাজী মোস্তফা রুমি। সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বক্তব্যে বিদ্যালয় পরিচিতি ও ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া সম্মানিত অভিভাবক অভিভাবিকা মন্ডলী বিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন রকম সুন্দর,গঠন মূলক পরামর্শ প্রদান করেছেন।
অভিভাবক সমাবেশ শেষে ২য় সেমিস্টার পরীক্ষা ২০২২ এর ফলাফল ঘোষণা করা হয়। ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীরা হাতে পেয়ে আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছে এবং ছাত্রছাত্রীর মধ্যে একরকম উৎসবমুখর মনোভাব দেখা গিয়েছে। সবশেষে সম্মানিত প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা (গোলাম) সকল অভিভাবক অভিভাবিকা এবং সকল ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।