রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রযোজক মোহাম্মদ আলিম উল্লাহ খোকনকে প্রাণ নাশের হুমকি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

হত্যার হুমকি পেলেন নিরাপদে চলি সোসাইটির চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক আলিম উল্লাহ খোকন। এর প্রেক্ষিতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেয়ার কথা বলেন। না হলে মেরে ফেলার হুমকি দেন। শুধু তাই নয়, কয়েকদিন হলো অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি। ২৩ জুলাই ইস্কাটন রোডের অফিসে থাকাকালে অজ্ঞাত এক ব্যক্তি অফিসে এসে মামলা তুলে নিতে চাপ দেন। মামলা তুলে না নিলে খোকনকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।এ ঘটনার প্রেক্ষিতে খোকন আবারও জিডি করেন। উল্লেখ্য, রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী সোহেল রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি ও এ বিষয়ে প্রতিবাদকারীদের হুমকির অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামী সোহেল রানার নিজস্ব বাসভবন বাসা নং#০৯, রোড নং #০৮, ধানমন্ডি আবাসিক এলাকায় ধানমন্ডি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। এই মুহূর্তে প্রকৌশলী সোহেল রানা আত্মগোপনে রয়েছেন। এ প্রসঙ্গে মামলার বাদী খোকন ক্রাইম নিউজ টোয়েন্টিফোরকে জানান- সোহেল রানা প্রকাশ্যে বঙ্গবন্ধুর নামে আপত্তিকর কটুক্তি করেন। এ বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করলে তাদেরকে রিহ্যাবের ক্ষমতার দাপটে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তাই আমি মামলা দায়ের করেছি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।