বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনায় পাখি ও গরু পালন করে সফল নারী উদ্যোক্তা শারমিন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২
পাখি চাষ করে সফল নারী উদ্যোক্তা পাবনার সাঁথিয়ার মুক্তিযোদ্ধা কন্যা শারমিন সুলতানা। তিনি দেখিয়ে দিয়েছেন নারীরা শুধু ঘরবন্দি বা পর নির্ভরশীল নয়; তারাও হতে পারেন একজন সফল উদ্যোক্তা।
তাই তিনি নিজ উদ্যোগে দেশী-বিদেশী পাখি ও গরু পালন করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। শারমিন সাঁথিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিনের মেয়ে ও সাঁথিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইন্তাজ মল্লিকের পুত্র সোহেলের স্ত্রী।
জানা গেছে, ২০২০ সালে তাঁর বার্ড ফ্যাক্টরিতে দেশী-বিদেশী ২৮ জোড়া পাখি নিয়ে খামারের শুরু করে। এতে খরচ হয় ৮৫ হাজার ২শ’ টাকা। ওই বছরে আয় হয় ২ লাখ ৪০ হাজার। খরচ বাদ দিয়ে লাভ হয় ১ লক্ষ ৫৫ হাজার ৩শ’ টাকা।
২০২২ তা এখন ১১০- জোড়া দেশী বিদেশী পাখি আছে। এতে তাঁর নেট লাভ হয় ৫ লক্ষ ৩৩ হাজার ১শ’ টাকা।
বর্তমানে তাঁর খামারে দেশী, বিদেশী গরু ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে যেমন, ডায়মন্ড ডাব, জাপানিজ বাজিগর, ফিপ্ত, ককটেল, লাভবার্ড ও দেশী বিদেশী কবুতর। মাঝে মধ্যেই পাখি ও গরুর খামার দেখতে  আসেন সাঁথিয়া উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রশিক্ষকগণ। কোন সমস্যা দেখা দিলে তাকে পরামর্শ দেন সমাধানের।
সরজমিন ওই খামারে গিয়ে দেখা যায় বিভিন্ন দেশী বিদেশী পাখি ও কবুতর। খামার মালিক শারমিন জানান, ২০১২ প্রাণী বিদ্যা বিভাগ থেকে মাস্টার্স শেষ করে বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারে। বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় চাকুরির কোটা থাকা সত্ত্বেও ছোট সন্তানের জন্য সেই সুযোগগুলো কাজে লাগাতে পারি নাই।
সেই থেকে মনে আমার অদম্য ইচ্ছা ছিল স্বনির্ভর হওয়ার। নারী মানেই ঘর বন্দি পরনির্ভর এটা আািম মানতে পারি নাই কখনো। প্রথমে শুরু করি বাড়ির ছাদে পোলট্রি ফার্ম। সঠিক প্রশিক্ষণের অভাবে প্রতারিত হই। পোলট্রি ফার্মে ভাইরাস আক্রান্ত মুরগির বাচ্চা দেয়ায় ক্ষতি হয়। এতে আমি দমে যাইনি।
পরবর্তিতে ওই ঘরে ২০২০ সালে অল্প কিছু পাখি নিয়ে ছোট আকারে পালন শুরু করি। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাহায্য নেই। বিভিন্ন সভা সেমিনারে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করি। অল্প দিনেই একটা সাফল্য পাওয়ায় বার্ড ফ্যাক্টরির পাশাপাশি গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ নিয়ে এসএমএস এগ্রো নামে আরও একটি ফার্ম করে সেখানে গরু, ছাগল পালন করি।
আমার বার্ড ফ্যাক্টরি ও এসএমএস এগ্রো ফার্মে গেল ৩ বছরে কয়েক লক্ষ টাকা আয় করি। বর্তমানে ৪জন কর্মচারি নিয়ে ব্যবসা পরিচালনা করছি। আমি চাই আমার মত শিক্ষিত নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে আত্মকর্মসংস্থান গড়ে তুললে নিজের যেমন অর্থনীতিতে স্বাবলম্বী হবে সেই সাথে দেশেরও উন্নয়ন হবে।
সাঁথিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুক্তা ভদ্রা বলেন, মুক্তিযোদ্ধা কন্যা শারমিন একজন সফল উদ্যোক্তা। তিনি চাকুরির পিছনে না ছুটে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে এ ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। শারমিনও তাই করেছে। আমরা তার সফলতা কামনা করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।