নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দেখা দিয়েছে উত্তপ্ত অবস্থা। স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও বিদ্রোহী প্রার্থীদের নতুন কমিটিতে না রাখাসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১৮ জুলাই। দাবী না মেনে ব্যানার-পোষ্টারে নাম দেয়াতে কেন্দ্রকরে সোমবার (২৫ জুলাই) আবারও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আ’লীগ। সভাপতি-সম্পাদক বলছেন দাবী পুরোন না হলে সম্মেলনে উপস্থিত হবেন না তারা এ কথা লিখিত ভাবে জেলা আ’লীগ ও কেন্দ্রীয় আ’লীগ’কে জনিয়েছেন। তা সত্তেও কেন অনুমতি ছাড়া তাদের নাম ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বোধগম্য নয়। স্থানীয় এমপির এমন আচরণের জন্য নেতারা ক্ষুব্ধ বলেও জানান তারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, নৌকাকে ভ্যান্না কাঠের নৌকা বলা এমপি উপস্থিত থাকলে সম্মেলনে যোগ দেবেন না তারা। গঠনতন্ত্র না মেনে যদি সম্মেলনে নতুন কমিটি হয় সেটাও না মেনে নেত্রীর কাছে অভিযোগ দেবেন বলে নিশ্চিত করেছেন এই নেতা। সাংবাদিক সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান বলেন, এমপি বকুল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজের ভাইকে দাঁড় করিয়ে নির্বাচিত করেছেন, তাছাড়া ইউপি নির্বাচনেও প্রতিটা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের মদত দিয়েছেন। তাছাড়া তার বাবা মুসলিম লীগ করতেন-তিনি ছাত্রদল করতেন সব প্রমাণ আমাদের কাছে আছে। জেনে বুঝে তার সাথে আপশ করে সম্মেলনে যোগ দেয়া মানে মুর্খামি করা। এ সম্মেলনকে হাইব্রিডদের মিলন মেলা বলেও আখ্যা দেন তিনি।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে না জানিয়ে ব্যানারে নাম দেয়াতে সাংবাদিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২