বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করে দিল ইরান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ জুলাই, ২০২২

ইরানে পরিচালিত একটি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক আইআরজিসি গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম তাসনিম নিউজ শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট তাসনিম নিউজের প্রতিবেদনের বরাতে জানিয়েছে, মোসাদের সাথে সরাসরি যোগাযোগ ছিল এই গুপ্তচর নেটওয়ার্কটির। এটি ইরানে ‘অভূতপূর্ব নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম’ চালানোর পরিকল্পনা করছিল।

খবরে বলা হয়, গ্রেপ্তার গুপ্তচররা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল দিয়ে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল। নেটওয়ার্কটি ইরানের পিপলস মুজাহেদিন অর্গানাইজেশনের সঙ্গে মিলে কাজ করতো।

উল্লেখ থাকে যে, পিপলস মুজাহেদিন হলো একটি রাজনৈতিক গোষ্ঠী যারা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনেয়ির শাসনের বিরোধিতা করে।

এদিকে মোসাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে ইরানি মন্ত্রণালয় কতজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তা নিশ্চিত করেনি। তবে মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, গুপ্তচর নেটওয়ার্কটি ইরানের ‘সংবেদনশীল স্থানে নাশকতা এবং নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করেছিল।

ইরানের তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গুপ্তচর নেটওয়ার্কটির সমস্ত যোগাযোগ সরঞ্জাম এবং ‘সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক’ বাজেয়াপ্ত করা হয়েছে। নেটওয়ার্কটির সঙ্গে অভ্যন্তরীণ বা বাহ্যিক সংযোগের তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।