সুজানগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন এবং পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের ৩ তলা ভবন, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ৪১ নং চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর, আবুল কাশেম ও আছিরন নেছা এবতেদায়ী মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর ও আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আজগর আলী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান। আরো বক্তব্য দেন, আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়র রহমান, প্রধান শিক্ষক জামিল হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা, মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহাতাব উদ্দিন। উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
সুজানগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২