বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারের একাংশ শত্রু ভাবছে আমজনতাকে : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্যমন্ত্রী-সচিবের কারণে প্রস্তাবিত দামের চেয়ে বেশি ঔষধের দাম, বানিজ্য-খাদ্য মন্ত্রী-আমলাদের কারণে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি, স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আমলাদের  ব্যর্থতার কারণে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার-সন্ত্রাস; বিদ্যুৎ-জ¦ালানি প্রতিমন্ত্রী-আমলাদের অদক্ষতায় বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং; তখন বলাই যায় যে, সরকারের একাংশ শত্রু ভাবছে আমজনতাকে; আর এদের কারণেই দেশে অর্থনীতির চরম ধ্বস নামছে প্রতিদিন-প্রতিক্ষণ।

২৩ জুলাই বিকাল ৩ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ২ দিনব্যাপী নতুন নেতাকর্মী কাউন্সিলিং-এর সমাপনী আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। এতে অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বাণী ইয়াসমিন নূনা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের মানুষের উপর দ্রব্যমূল্য খড়গ চালাচ্ছে ছাত্র-যুব-জনতার ধ্বংসকামী মন্ত্রী-সচিবদের একটি অংশ। সরকার প্রধানের দায়িত্ব তাদের বেতনসহ সকল সুযোগ-সুবিধা কমিয়ে ৫০% করে হলেও সাধারণ মানুষের জীবন-জীবিকার ধারা অব্যহত রাখা। তা না করে সরকার প্রধান যেন নির্মমভাবে সেই রাক্ষসশ্রেণির মন্ত্রী-এমপিদের কথাতেই উঠছে আর বসছে; একের পর এক ভ্রান্ত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ছাত্র-যুব-জনতার কাঁধে। তবে তাদেরকে বলে দিতে চাই রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে এখন যেমন আন্দোলন হচ্ছে যদি দেশের কথা-জনতার ভেবে বিদ্যুৎ-তেলসহ সকল দ্রব্যমূল্য  স্থিতিশীল রাখতে সরকার উদ্যেগ নিতে ব্যর্থ হয়; প্রতিটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের সাধারণ মানুষ। সেটা হবে বড় ধরনের পতনের আওয়াজ। কাউন্সিলিং-এ অংশগ্রহণকারী রাজশাহীর রাবেয়া আক্তার, রায়পুরার তবারক খান, নিয়ামতপুরের রজ্জব তালুকদার, সিরাজগঞ্জের উজ্জ্বল সানীসহ ২৭ জন নতুনধারার রাজনীতিককে গঠনতন্ত্র, লিফলেট, পোস্টারসহ বিভিন্ন উপকরণ শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করেন নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।