বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ক্যাপিটল হিলে হামলায় বেপরোয়া ছিলেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ জুলাই, ২০২২

২০২১ সালের ৬ জানুয়ারি নির্বাচনে পরাজিত হয়ে ইউএস ক্যাপিটলে হামলার ঘটনা টেলিভিশন লাইভে ঘণ্টার পর ঘণ্টা বসে দেখছিলেন ট্রাম্প। সে সময় তার সন্তানসহ ঘনিষ্ঠ উপদেষ্টারা সহিংসতা বন্ধের আহ্বান জানানোর জন্য ট্রাম্পকে অনুরোধ করেছিলেন। কিন্তু ক্ষমতার লোভে এতটাই বেপরোয়া ছিলেন যে, তাদের অনুরোধ তিনি উপেক্ষা করেছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ক্যাপিট্যাল রায়ট সংক্রান্ত কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

ডেমোক্রেটিক দলের সদস্য ও প্রতিনিধি এলেন লুরিয়া বলেছেন, সে সময় সিনিয়র কর্মী, উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার টেবিলে বসেই তিনি ইউএস ক্যাপিটলে হামলার ঘটনাটি সরাসরি দেখছিলেন। এ সময় সবাই একজন আমেরিকান প্রেসিডেন্টের কাছে এমন পরিস্থিতিতে যা আশা করা যায় তা করার জন্য ট্রাম্পকে তারা সবাই অনুরোধ করেন।

মেয়ে ইভানকা ট্রাম্প ও ছেলে ডন জুনিয়র এ সময় ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। যদিও ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের নরকের মত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

নির্বাচনে হার নিশ্চিতের পর একের পর এক টুইটবার্তায় ট্রাম্প তার সমর্থকদের উস্কে দিতে থাকেন। এমন কি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সেরও সে সময় তিনি সমালোচনা করেন। তিনি টুইট বার্তায় বলেছিলেন, মাইক পেন্স তা করছে না, যা করা দরকার।

যখন তিনি ইউএস ক্যাপিটলে হামলাকারীদের বাড়ি ফিরে যেতে বলেন, ততক্ষণে সেখানে থাকা কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ৭ জানুয়ারিও তিনি নির্বাচনের ফলাফল মানতে চাননি।

ট্রাম্পের নিজের দল রিপাবলিকান নেতা ও ক্যাপিটল রায়ট সংক্রান্ত সিনেট কমিটির সদস্য ম্যাককননেল বলেন, ৬ জানুয়ারি দাঙ্গার জন্য ব্যাবহারিকভাবে ও নৈতিকভাবেই দায়ী ট্রাম্প। এমন কি ক্যাপিটল রায়টে হামলাকারীরাও ভাবছিল তারা প্রেসিডেন্টের নির্দেশেই এমনটা করছে।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ই উত্তেজনা ছড়ানোর অভিযোগে টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করেছিল।

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউএস ক্যাপিটলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন একজন শীর্ষ জেনারেল।

কিন্তু হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনাই অনুসরন করা উচিত, কারণ ট্রাম্পই দায়িত্বে রয়েছেন, পেন্স নয়। সে সময় তাই ইউএস ক্যাপিটলে হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় নিশ্চিতের পর ক্যাপিটল হিলে এক নারকীয় তান্ডব চালিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।

এর আগে হোয়াইট হাউসের প্রাক্তন সহকারী ক্যাসিডি হাচিনসন ৬ জানুয়ারি ২০২১-এর দাঙ্গা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেয়ার সময় জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে উল্টে দিতে ২০২০ সালে সমর্থকদের ক্যাপিটলে ঝড় তোলার আহ্বান যখন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি তখন জানতেন যে তার সমর্থকদের কাছে অস্ত্র আছে।

হাচিনসন জানান, শুধু ট্রাম্পই নন, হোয়াইট হাউসের অনেক শীর্ষকর্তাও সহিংসতার সম্ভাব্যতা সম্পর্কে অবগত ছিলেন।

তিনি বলেন, তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ক্যাপিটলে মিছিলে যোগ দেয়ার দাবি জানিয়েছিলেন।

হাচিনসন জানান, ট্রাম্প সে সময় বলেন, ‘তারা এখানে আমাকে আঘাত করতে আসেনি, ওদের ভেতরে (ক্যাপিটল হিলে) যেতে দাও।’

সে সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জন র‍্যাটক্লিফ হোয়াইট হাউসকে বলেন, এমন ঘটনা প্রেসিডেন্টের উত্তরাধিকারের (জো বাইডেন) জন্য বিপজ্জনক হতে পারে।

হোয়াইট হাউসের কৌঁসুলি প্যাট সিপোলোন উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, দেখে মনে হচ্ছে হোয়াইট হাউস দাঙ্গা উসকে দিচ্ছে।

তবে ডোনাল্ড ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে করা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সিলেক্ট কমিটির তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসার বহি:প্রকাশ হিসেবে দেখছেন। সম্প্রতি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।