এশিয়ান টেলিভিশন এর ঈদগাঁও উপজেলা প্রতিনিধি ও ঈদগাঁও প্রেসক্লাব এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি ২১জুলাই রাত ৯ টার সময় ঈদগাঁও থেকে বাড়িতে যাওয়ার সময় জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া এলাকায় পৌঁছলে (৮-১০)জন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও টুকাই কিশোর গ্যাং এর সদস্যরা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা ও মোবাইল এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় সাংবাদিক মোঃ ওসমান গনি কে উদ্ধার করে ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে প্রেরন করেন। তিনি বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। দ্রুত সময়ে ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার শাওনসহ জড়িতদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
কিশোর ডাকাতের কবলে এশিয়া টিভির সাংবাদিক ওসমান
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ জুলাই, ২০২২