পঞ্চগড়ের আটোয়ারীতে ইভটিজিংয়ের দায়ে মারুফ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ জুলাই) বিকেলে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে মির্জাপুরের কালিকাপুর এলাকায় ইভটিজিং করার সময় ভ্রাম্যমান আদালতের নজরে পড়ে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতাকারী আটোয়ারী থানার এসআই সম্রাট খানের নেতৃত্বে পুলিশ দল ইভটিজিংকারী সহ কলেজ পড়ুয়া ছাত্রীকে আটক করে। ভ্রাম্যমান আদালতের কাছে অপরাধ শিকার করায় তাৎক্ষনিক উপজেলার ছোটদাপ (কলেজ মোড়) এলাকার ফইজুলের পুত্র মারুফ ইসলাম (২১) কে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে ইভটিজিংকারী যুবকের অর্থদন্ড
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২