জন্মটা হোক যথা তথা
কর্মটা হোক ভালো,
জন্মটাকে খুঁজে বেড়াক
কর্ম গুণের আলো।
জন্ম যদিও ভাগ্য লিখন
কর্ম কপালে নয়,
কর্মটা কে জন্ম দিয়ে
নিজেই গড়তে হয়।
ভাগ্য লিখন থাকবে কোথায়
কপাল যে তোর ফাঁকা,
মেধা চেষ্টা বিবেক বুদ্ধিই
ঘুরে জীবন চাকা।