বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারী ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্বাহী অফিসারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করার কথা জানিয়েছেন নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন।
নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন জানান, তার অফিসের সরকারী নম্বর ক্লোন করে বুধবার সকালে বাগধা মাদ্রাসার সুপারের কাছে কম্পিউটার দেয়ার কথা বলে অর্থ দাবি করে প্রতারক চক্রটি। ওই চক্রটি আরও বিভিন্নœ জনের কাছে ফোন করার পরে ৯টা ৫৭ মিনিটে তাঁর অফিস সহায়ক রমনী রঞ্জন বিশ^াসের সাথেও ইউএনও সেজে ফোনে কথা বলার সময়ে কণ্ঠস্বরে প্রতারণার বিষয়টি ধরা পরে। এর আগে আরেক অফিস সহায়ক সিদ্দিকুর রহমানের কাছেও ফোন করে প্রতারক চক্রটি। অফিস সহায়ক রমনী রঞ্জন বিশ^াস তাৎক্ষনিক বিষয়টি নির্বাহিী কর্মকর্তাকে অবহিত করেন।
প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক ও সাবধান হবার আহ্বান জানিয়ে সরকারী নম্বর ক্লোন করার বিষয়ে ব্যবস্থা নেয়ার কতঅ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়া ইউএনও’র ফোন নম্বর ক্লোন
প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জুলাই, ২০২২