বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টাকা দিয়ে মোবাইলে লুডু  খেলায় ঝুঁকছে যুবকরা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জুলাই, ২০২২
জুয়ার পরিবর্তে এবার অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলায় ঝুঁকছে পাবনার বিভিন্ন উপজেলার যুবসমাজ। সেইসঙ্গে একশ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীও এই খেলায় আসক্ত হয়ে পড়ছে। চলছে মোবাইলে লুডু খেলার আরেক জুয়া।
খোঁজ নিয়ে জানা যায়, একসময় এলাকার ভবঘুরে যুবকদের পাশাপাশি এক শ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা শখের বশে বাসা-বাড়িতে আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী টাকা দিয়ে জুয়ার মতো আ্যন্ড্রয়েড ফোনে লুডু খেলছে।
উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডের একজন ব্যবসায়ী জানান, ওই সব ভবঘুরে যুবক এবং শিক্ষার্থী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশেপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে। তারা ১০০ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলে থাকে।
বিশেষ করে আ্যন্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলার বিষয়টি সুজানগর থানা পুলিশের নজরে না আসার সুযোগে তারা কখনও রাতে আবার কখনও দিনেও খেলে থাকে।
এলাকার সচেতন মহল মনে করেন, টাকা দিয়ে লুডু খেলার কারণে উপজেলার আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ করে তারা খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে আটঘরিয়ার উপজেলার দেবোত্তর বাজার, আটঘরিয়া বাজার, একদন্ত বাজার, গোড়রী বাজার, চাঁদভা বাজার,  সহ বিভিন্ন ছোটবড় বাজারে মোবাইল ফোনের মাধ্যমে লুডু খেলায় জুয়া চলছে।  ফলে বাজারে ও এলাকায় চুরি ডাকাতি ছিনতাই বেড়েই চলেছে।
তবে এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাই না। তবে সচেতন মহল বলছে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে মোবাইলে লুডু’ র জুয়া খেলা বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
এব্যাপারে থানা পুলিশ বলেছেন, ‘জুয়া খেলা যেভাবেই হোক না কেন, সেটা অপরাধ। কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।’ 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।