মেঘ পাখিরা পাখনা মেলে
যায় উড়ে দূর দেশে,
ডানায় করে আনবে পানি
ভাসিয়ে দিবে শেষে।
সেই পানিতে ভাসিয়ে দিয়ে
কলা গাছের ভেলা,
সারাটি দিন তোমায় নিয়ে
করবো আমি খেলা।
লাগলে ক্ষুধা বৃষ্টি খাবো
মেঘের কাছে চেয়ে,
মেঘ বলবে দুহাত পাতো
বৃষ্টি পাগল মেয়ে।
সন্ধ্যা কালে কলসি ভরে
আনবো মেঘের জল,
মায়ের বকা এড়িয়ে যেতে
করবো নানা ছল।
বলবো আমি মায়ের কাছে
মেঘের মেয়ে সই,
তারই সাথে বলবো কথা
তাই তো জেগে রই।