সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বড়মনোহরা গ্রামের পুর্বপাড়ায় শনিবার বেলা ১২টায় মাটির রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। দুর্গানগর ইউনিয়নের বারবার নৌকার প্রতিকে নির্বাচনের চেয়ারম্যান আফছার আলী নিজস্ব অর্থায়নে প্রায় ২শ মিটার রাস্তার কাজ উদ্বোধন করেন। চেয়ারম্যান আফছার আলী বলেন এ রাস্তার মাটির কাজে আমার সাথে এলাকার বাসিন্দাদের নিজস্ব অর্থ ব্যয় করে রাস্তার মাটির কাজ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মনোহরা পুর্বপাড়ার মোঃ আলহাজ আলী. হাফেজ মোওলানা মোঃ রমজান আলী. মোঃ সোলাইমান. মোঃ নাসির উদ্দীন.মোঃ নুর নবী হোসেন. মোঃ আবদুল হালিম. মোঃ সায়েব আলী.মোঃ আব্দুল রাজ্জাক প্রমুখ।
বৃহস্পতিবার , ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়া বড়মনোহরা গ্রামে নিজস্ব অর্থায়নে মাটির রাস্তার কাজ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ জুলাই, ২০২২