নাটোরের বাগাতিপাড়ায় ৪১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ওমর আলীর ছেলে সাজদার রহমান (৩৯)।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শিবলী জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লোকমানপুর এলাকার চকমাহাপুর মোড় যাত্রীছাউনীর সামনে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪১ বোতল ফেন্সিডিলসহ সাজদার রহমানকে আটক করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ আটককৃতের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী এমন অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই রজব, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় ৪১ বোতল ফেন্সিডিলসহ আটক-১
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ জুলাই, ২০২২