লামার পৌরসভার নয়াপাড়াতে (২ নং ওয়ার্ড) ৪২ বছরের ভোগ-দখলীয় জায়গা যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এবারের কোরবানির ঈদের ২ দিন আগে এ ঘটনা ঘটে।
আজ সরেজমিনে গিয়ে জানায়, নোয়াপাড়ার বাসিন্দা হাছন আলী, পিতা -মৃত আহমদ মিয়া নামে লামা ছাগল খাইয়া মৌজার ৫৬১ হোল্ডিং নং ১৯৭৯-৮০ সালে বন্দোবস্তী মূলে তৃতীয় শ্রেনীর পাঁচ (৫ একর) দীর্ঘ ৪২ সাল থেকে ভোগ দখলে রয়েছেন। এর মধ্যে ২৫ শতক কাগজমূলে কামাল হোসেনকে দেওয়া হয়। এবং ভোগ দখলেও আছেন। এদিকে হাছন আলীর ছেলে ঘর করার জন্য একটু মাটি সমান করতে গেলে কামাল গং নতুনভাবে বাধা দেয়।
এ বিষয়ে হাছান আলী জানান, এটি আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় জায়গা৷ এতে জবর দখলে নিতে কামাল ও তার ছেলে কাউসার আমাদের নিচে ঘরটি ভেঙে দেয় এবং উপরে আমার জায়গায় কোন কাজ করতে দিচ্ছে না। আরও আমাদেরকে থানার পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে।
অভিযুক্ত কামাল উদ্দীন জানান, আমাদের বাড়ির উপর থেকে মাটি পেলে আমাদের ক্ষতি করছে, সে কারণে আমরা বাধা দিয়েছি।
লামা পৌরসভার মহিলা কাউন্সিলর (১,২ও ৩ ওয়ার্ড ) শাকেরা বেগম জানান, মাটি পেলাকে কেন্দ্র করে উভয় মধ্যে ভূল বুঝাবুঝির সৃষ্টি। আমি উভয়কে সংযত হওয়ার অনুরোধ করেছি।