রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বৈধ পথে ভারতে যেতে প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে পাসপোর্ট যাত্রীরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

চিকিৎসায় ও ঈদের ছুটি কাটাতে ভারতে যাওয়া যাত্রীদের যেনো ভোগান্তির শেষ নেই বেনাপোলে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। কেউ যাচ্ছেন বেড়াতে, কেউ বা ডাক্তার দেখাতে, কারো গন্তব্য আত্মীয়-স্বজনের বাড়ি। এদের অধিকাংশই তাদের পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন। গত ৩ দিনে বাংলাদেশ থেকে ৩০ হাজারের বেশি পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন থেকে সাদিপুর এলাকা পর্যন্ত টানা রোদে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার পাসপোর্ট যাত্রীদের।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে চলাচল করে থাকেন। কিন্তু এখন ১০ হাজার থেকে ১১ হাজারের বেশি যাত্রী প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন। তবে ভারতের ওপারে ধীর গতির কারনে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।

এবিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঈদের ছুটির কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সময়ের চেয়ে এখন প্রায় তিনগুন যাত্রী ভারতে যাচ্ছেন। যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনে জনবল বাড়ানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।