পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদ-উল-আযহা’র দিন রবিবার (১০ জুলাই) রাত প্রায় সাড়ে আটটার সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত লক্ষীকান্ত বর্মনের পুত্র নিরেন চন্দ্র বর্মন(৬৫)। এলাকাবাসীরা জানায়, খালি পায়ে ওই বৃদ্ধ তার পুরাতন বাড়ীতে বৈদুৗতিক বাতির সুইস দিতে গিয়ে অসাবধানতাবশত সুইস বোর্ডে বিদ্যুতের সাথে জড়িয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘ সময় বৃদ্ধকে দেখতে না পেয়ে ঘরের ভিতর থেকে মেইন সুইস বন্ধ করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ বিদ্যুতায়িত হয়ে নিরেন বর্মনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জুলাই, ২০২২