মুসলমানদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক প্রাথমিক শিক্ষক সমিতি ( জাতীয়করণকৃত) এর সাধারণ সম্পাদক বাবুল কুমার দত্ত সমিতির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতির হলরুমে সমিতির অন্যান্য নেতাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম খান,সহ সভাপতি মো: আবদুস ছালাম,লীলা খাতুন, প্রদীপ কুমার,নাদিম মাহমুদ,আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষক নেতা বাবুল কুমার দত্ত সনাতন ধর্মালম্বী হলেও মুসলমানদের প্রধান উৎসব ঈদুল আযহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সহকর্মীদের হাতে সামান্য হলেও ঈদ উপহার তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। শিক্ষক নেতা বাবুল কুমার দত্ত এমন উদ্যোগ গ্রহন করায় উপজেলা শিক্ষক সমিতির উপস্থিত সহকর্মীরা ধন্যবাদ সহ তার সুস্বাস্থ্য কামনা করেন। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি আর সমৃদ্ধি সবাই এ আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে প্রাথমিক শিক্ষক নেতা বাবুল দত্তের ঈদ উপহার প্রদান
প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ জুলাই, ২০২২