বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার বিভিন্ন ইউনিয়নে ঈদুল আজহার ভিজিএফ চাল বিতরণ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জুলাই, ২০২২
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে ২০২২–২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা  কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য ( চাল) ৬ জুলাই বুধবার একদন্ত ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন এবং চাল বিতরণ উদ্ভোধন করেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আরিফুজ্জামান ।
  এ সময় উপস্থিত ছিলেন একদন্ত ইউপি   চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ট্যাগ) কামরুজ্জামান খাজা,   একদন্ত ইউপি সচিব আবুল কালাম আজাদ, একদন্ত ইউপি সদস্য ইসহাক আলি, আমির আলি, শহিদুল ইসলাম, আফতাব হোসেন, আব্দুল মোমিন, ফরহাদ হোসেন, রেজাউল করিম পান্না সহ সংরক্ষিত নারী সদস্যা সহ এলাকার সুধিজন।
অপর দিকে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার জানান, ১৫৭৮টি পরিবারকে ভিজিএফ চাল বিতরণ  করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার
ব্যবস্থাপক পল্লী উন্নয়ন সঞ্চয়  ব্যংক আটঘরিয়ার উজ্জ্বল হোসেন সহ ইউপি সদস্য বৃন্দ।  এদিকে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল জানান, দেবোত্তর ইউনিয়নে মোট ১৩৭৩ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।  এসময় চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা অরজিত সহ ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও চাঁদভা ও মাজপাড়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।