বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া মডেল মসজিদ এ বছরের আগষ্ট মাসে উদ্বোধন হতে পারে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

পাবনার ভাঙ্গুড়া নবনির্মিত দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ আগামী আগষ্ট মাসেই উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ধাপে ভার্চুয়ালি দেশের অন্যান্য স্থানের ১০০ টি মডেল মসজিদ একসাথে উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ২০২১ সালের জুন মাসে ৫০টি মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলার ভিতরে পূর্ব পাশে নির্বাচন অফিসের পিছেন উপজেলার সরকারি ৪০ শতক জমি নিয়ে ১৮, ৭০০ ফুট স্পেসে তিনতলা বিশিষ্ট ডিজিটালাইড সিস্টেমের দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মান কাজ প্রায় শেষ হয়েছে।

পাবনা ঠিকাদারী প্রতিষ্ঠান জিন্নাত আলী জিন্নাহ কনস্ষ্টাকশান প্রাক্কলিত ব্যয় ১২ কোটি ৫৬ টাকায় মসজিদটি নির্মান করছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোঃ জিন্নত আলী জিন্নাহ জানান, নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু ফিনিসিং টার্চ চলছে। আগামী আগষ্ট মাসে দেশের অন্য জায়গায় নির্মিত এমন আরও ১০০টি মডেল মসজিদের সাথে এ মসজিদটিও প্রধানমন্ত্রী ভার্চুয়াল সিস্টেমে উদ্বোধন করবেন বলে ইসলামিক ফাউডেশন আমাদের জানিয়েছেন।

মসজিদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়েলি উদ্বোধন করেছিলেন। সেদিন নির্মান স্থলে ডিডিসহ নির্মান তদারকী সংস্থা গনপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্মান সমাপ্তির দিনেও তারাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মসজিদটি নির্মান তদারকী করছেন-গনপূর্ত পাবনা বিভাগের এসডি আব্দুস ছাত্তার ও এসও মোঃ ইব্রাহীম।

ঠিকাদারের সাইড ম্যানেজার মোঃ রাসেল জানান, তিনতলা বিশিষ্ট বি গ্রেডের মসজিদটির নীচতলায় গাড়ী গ্যারেজ, মৃতদেহ ধোঁয়ানো ও জানাজার স্পেস, ইমাম প্রশিক্ষন কেন্দ্র, ডাইনিং রুম, স্টোর রুম ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। দ্বিতীয়তলায় রয়েছে-প্রায় ৯৫০ জন মুসুল্লির নামাজ পড়ার মত মসজিদ, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর থাকার জন্য ২ কক্ষ ও অডিটরিয়াম।

তৃতীয়তলায় রয়েছে-মহিলাদের নামাজ ঘর,। ছাদে সোলার প্যানেল। মসজিদটির সামনে চোখ ধাঁধানো পাাথরের বিশাল সিঁড়ি। চারদিক দিয়ে ওঠার ৪ টি সিঁড়ি। নিয়ন লাইট।

ইসলামিক ফাউন্ডেশনের ভাঙ্গুড়া অফিসের কর্মকর্তার কাছে জনবল নিয়োগের ব্যাপারে জানতে চাইলে মোঃ উজ্জল জানান মসজিদের খতিব,ইমাম,মুয়াজ্জিন,খাদেম নিয়োগর চিঠি এখনো পাইনি।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।