শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রায়গঞ্জ প্রেসক্লাবের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কে,এম রফিকুল ইসলাম রফিক ( দৈনিক ভোরের ডাক) । সাধারণ সম্পাদক হিসেবে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয় এইচ, এম মোনায়েম খাঁন ( মাই টিভি) । তার নিকটতম প্রার্থী হাসানুজ্জামান সুলতান পায় ৫ ভোট এবং অপর প্রার্থী আতিক মাহমুদ আকাশ পায় ৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার টি,এম কামরুজ্জামান লাবু বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা রাখি আগামীতে নির্বাচিত কমিটি সাংবাদিকদের উন্নয়নে কাজ করবেন। এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সদস্য মৌলভী নজরুল ইসলাম, দৈনিক করতোয়া রায়গঞ্জ প্রতিনিধি সুব্রত কুমার ঘোষ তাপস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।