অবশেষে পুলিশের চেকপোস্টে গ্রেফতার হয়েছে গোটা দক্ষিণাঞ্চলের প্রভাবশালী ইয়াবা ডিলার হিরা মাঝি।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের নাঠৈ নামক এলাকায় তার নেতৃত্বে পুলিশের চেকপোস্ট চলছিলো। এসময় মোটরসাইকেলযোগে ওই মহাসড়ক দিয়ে যাচ্ছিলো দীর্ঘদিন আইনশৃক্সখলা বাহিনীর গ্রেফতার আতঙ্কে আত্মগোপন করে পালিয়ে বেড়ানো দক্ষিণাঞ্চলের প্রভাবশালী ইয়াবা ডিলার হিরা মাঝি। এসময় ওসি আফজাল হোসেন তার পরিচয় জানতে চাইলে সে ছদ্মনাম ব্যবহার করে। পরবর্তীতে ওসি তাকে (হিরা মাঝি) চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃত হিরা মাঝি গৌরনদীর কটকস্থল গ্রামের ইঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। এছাড়াও সে (হিরা মাঝি) ওয়ারেন্টভ‚ক্ত পলাতক আসামি। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।